বিশিষ্ট কবি ও কলমযোদ্ধা-ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা“সুখের পরশ”

271
ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা “সুখের পরশ”

সুখের পরশ
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

সুখের স্মৃতিগুলো অনেক বারতা নিয়ে
অচেনা ছায়া হয়ে বয়ে আসে হৃদয়ে,
আশার স্বপ্নগুলো নীরবে হারিয়ে গিয়ে
স্মৃতির পাতায় হয়ে যায় আশাহত।
ক্লান্ত পাখিরা চির বেদনায় নিমগ্ন হয়ে
খোঁজে সুখ আকাশের দূর নীলিমায়,
গাঢ় কালো মেঘের অশান্ত ছায়াগুলো
ব্যথিত হৃদয়ে থেকে যায় মনের গভীরে।
স্বপ্নগুলো হতাশ হয়ে গায় বিরহের গান
যে গান নীরবে বয়ে আনে শুধু বেদনা,
স্বপ্নের রঙিন মেঘে বেদনার ছায়াগুলো
অশ্রুসিক্ত হয়ে অবিরাম কেঁদে যায় শুধু।
সুখগুলো বেখেয়ালি হয়ে ভেসে যায় দূরে
স্বপ্নভাঙা নীড়হারা হতাশ পাখির মতো,
চির সুখের সন্ধানে অনেক বিমোহিত হয়ে
তাইতো নীরবে খুঁজে ফিরে সুখের পরশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here