আমার আকাশ ভারী হয়ে আসছে,দম বন্ধ হয়ে যাচ্ছে- “অদ্ভুত প্রত্যাবর্তন ”কবিতাটি লিখেছেন কবি দিলু রোকিবা ।

713

অদ্ভুত প্রত্যাবর্তন

    __________ দিলু রোকিবা

আমরা বদলে যাচ্ছি –
পৃথিবীর মানুষ যেনো ফিরে যাচ্ছে সেই আদিম অবয়বে..
চারপাশে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে,
আর হনুমান গুলো সবার মৃত্যুছায়ার সাথে হাঁটছে–
স্লো মোশনে গ্রাস করে নিচ্ছে সব অস্থিমজ্জা আর রোগ – প্রতিরোধ ক্ষমতা!
এ কেমন মৃত্যু!
আমি আতঙ্কিত, শিহরিত, লাইভ সাপোর্ট দেখেছি!
আহা মৃত্যু যেন হাতের মুঠোয় করে ঘুরে বেড়াচ্ছে- এইসব আবদ্ধ ঘরের কোণে!
আমরা একে অপরের থেকে কি এক অদ্ভূত ইশারায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ছি!!
এ কিসের আলামত!
ধনী- গরীব – ধর্ম বর্ণ নির্বিশেষে সব তুচ্ছ তাচ্ছিল্যের যেন দাউদাউ করে আগুন জ্বলছে এই অগ্নি যজ্ঞে–
সৎকার হচ্ছে, পুড়ছে মানুষের মন দেহ চিন্তা – চেতন!
বন্ধ হয়ে গেছে সব উপাসনালয়ের দ্বার,
কার দ্বারে ক্ষমা প্রার্থনা করবো হে রব, তুমিই কেবল পতিত পাবন!!
এখন কোথায় পালাবো এখন?
একাত্তরে পালিয়েছিলাম সে ছিল অন্য যুদ্ধ!

বনে – বাদাড়ে, গাছের ডালে- আর রণাঙ্গনে!
সে যুদ্ধ কোনো ছোঁয়াচে ছিলনা; ছিল স্বজন হারানোর বিষাদ আর্তি।
আমার আকাশ ভারী হয়ে আসছে, দম বন্ধ হয়ে যাচ্ছে-
আমি আছি অক্সিজেনে …
কেউ কি আছে এই মৃত্যুকে ঠেকাঁনোর?
আমি স্তব্ধ আর ছোট শিশুদের কাছে প্রশ্নবিদ্ধ!

কোন অলৌকিক শক্তি থেকে দূরে বহু দূরে বিশেষজ্ঞ গবেষকের অনুবিক্ষণে
ফেরাও নতুন প্রযুক্তির জিন বদলের এনিমিশনের এলিয়নের মহাশক্তির রূপে ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here