জীবনের চাওয়া-পাওয়া নিয়ে তারুণ্যের প্রতীক–নীলা আলম লিখেছেন “ইচ্ছের বসতে পুড়ছি”

679
তারুণ্যের প্রতীক–নীলা আলম লিখেছেন “ইচ্ছের বসতে পুড়ছি”

ইচ্ছের বসতে পুড়ছি
নীলা আলম
~~
অনুভূতির অনুপ্রাণনে;তুই আজকাল কেন আসিস না?
আজ আমার বিবাগী একতারা অভিলাষী ধৃষ্টতার এক অতৃপ্ত সুর!
তুই বরং আজ আমায় ভালোবাসিস না….
সব ঘোর অকারণই দুঃখবিলাস।

আজ কোন কারন জানতে চাস না,
অবশিষ্ট বিষবাষ্পে ঝলসানো রেখার বাহুডোরে আজ আমার সুখের রঙ নীল।
কোথায় বা কত দূরে
তুই আছিস কিবা নাই….
নাকি নিয়েছিস ছুটি!
জানা নেই…..

আমি মেনে নিলাম সকলি আমার অযাচিত পাপ!
তবে আজ ইচ্ছের বসতে পুড়ে হই অঙ্গার।
কোথাও একফোঁটা জল নাই….

আমি খন্ডিতা ভাগ হতে হতে শূণ্যে এসে জুড়েছি ;
গন্ধমাখা ফুলে আজ বিষের মাঠ।
চাই কি আমি?
আবেগ আমাকে আজ বড়ই ক্লান্ত করে তুলেছে,
নিটোল দুপুর এক্কাদোক্কা খেলায় আজ খুঁটে খায় আমার কার্তিক অগ্রহায়ণ।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here