ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “হেঁটে চলেছি”

423
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-হেঁটে চলেছি
কবি বিশ্বজিৎ কর

হেঁটে চলেছি

বিশ্বজিৎ কর

 

অনন্ত, অসীম অপেক্ষার উঁচুনীচু রাস্তা আমার প্রিয়, অভিমান নেই, অভিযোগ নেই!
জীবনের গান স্পন্দিত হয় খোলা বাতাসে,
অসহায়ত্বের কুঁড়ি থেকে হতাশার ফুল বিষাক্ত গন্ধ ছড়ায়!
তবুও পথচলা………..
কত চেনা মুখ এড়িয়ে যায়, অচেনা মুখোশের আড়ালে!
মনের মানুষের খোঁজে ব্যস্ততা চলে,
উদাস বাউলের দোতারায় সুর বাজে –
“মিলন হবে কত দিনে…….. ”
ইচ্ছেঘুড়ি আকাশে ভাসিয়ে দিই,
নীরবতার ধারালো মাঞ্জায় ভো-কাট্টা!
মাটিতে নেমে আসে ইচ্ছেঘুড়ি,
কেউ এগিয়ে আসে না!
আকাশে ভেসে যাওয়া মেঘগুলোয় মা উঁকি দেয়, ক্ষণস্থায়ী, আবার মিলিয়ে যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here