রহিমা আক্তার রীমা এর বিশ্লেষণ ধর্মী কবিতা “বর্ষা এলে”

376
রহিমা আক্তার রীমা এর বিশ্লেষণ ধর্মী কবিতা “বর্ষা এলে ”

বর্ষা এলে

রহিমা আক্তার রীমা

বর্ষা এলে পানির ধারে
ডাকে কোলা ব্যাঙ
দলবেঁধে সবে সুর তুলে
ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ।

সোনালি আকাশ ছেয়ে যায়
নামে অন্ধকার
পেঁজা তুলো ভাসতে হঠাৎ
মুখ হয় যেন ভার।

দিনমজুর আর কৃষক সবে
কাজহীন ঘরবন্দী
পেটে ক্ষুধা হোক না তবুও
আপোষহীন সন্ধি।

কবি মন পুলকিত হয়
লিখতে কবিতা
বর্ষার উপমায় সৃষ্টি হয়
মন চেয়েছে যা।

প্রেমিক মন দিশেহারা হয়
আবেগপ্রবণ মন
পাশে যদি থাকতো প্রিয়ে
স্বার্থক হয় জীবন।

টিনের চালে রিমঝিম শব্দে
আসে মিষ্টি ঘুম
বৃষ্টি ফোঁটা দিয়ে যায় যেন
শরীর স্পর্শ চুম।

কদর্মাক্ত রাস্তা-ঘাটে
জনমানব নাই
বর্ষা এলে গলা ছেড়ে
সুখ লহরি গাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here