বাংলা সাহিত্যের অন্যতম সারথি- ড.মোছা.ফেরদৌসী বেগম’র কবিতা “বৃক্ষ ও আমার কবিতা”

213
ড.মোছা.ফেরদৌসী বেগম’র কবিতা “বৃক্ষ ও আমার কবিতা”

বৃক্ষ ও আমার কবিতা
ড.মোছা.ফেরদৌসী বেগম

আমি আমার বৃক্ষ জীবন নিয়ে
বেশ আছি
জলের সন্ধানে ছুটে চলা শিকড়
আমাকে প্রতিদিন প্রাণ দেয়।
আমি একটু একটু বেড়ে চলি
আমার পাতা গুলো মেলে ধরে কাব্য
প্রতিদিন দীর্ঘ হতে থাকে।
আমি প্রতিদিনের ডায়রী লিখি
দিন শেষে ঝরে যায় সবুজ পাতা
শেষ হয় না জীবনের গল্প।
আবার লিখে চলি
নব বিকশিত কচি কিশলয়ে
ঝরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত-
এ আমার প্রশান্তি।
নির্মল বাতাসের ছোঁয়া থেকে
ধূলায় মিশে যাই
তবুও আমার বৃক্ষ জীবনই ভালো লাগে।
স্হির, টুনটান নিরবতা
এই পাতা ঝরা, আলো ছায়া
নিরবতার মাঝে সরবতা,
বৈশাখের চন্চলতা
ফাল্গুনের পাঁচ মিশালি রং
সবই মিশে যায় আমার সত্তায়-
বিল বোর্ডে লেখা প্রিয় কোন
ক্যাপশনের মতো।
প্রিয় জীবন ঝুলে থাকে ফলবান বৃক্ষের ডালে
নিজেকে মূল্য দিতে শিখি
আখরোটের মতো।
প্রতিদিন বেড়ে যেতে চাই বৃক্ষের মতো-
মাথা উঁচু করি
উঁকি দিয়ে দেখি আকাশের বিশালতা
তবুও আমার ভালো লাগে বৃক্ষের উদারতা
বৃক্ষের মতো বেঁচে থাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here