ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “মায়ের গন্ধ”

455
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-মায়ের গন্ধ
কবি বিশ্বজিৎ কর

মায়ের গন্ধ

বিশ্বজিৎ কর

 

ছন্দপতনের মূহুর্তে কবিতা কষ্ট পায়-
মনখারাপের সময়গুলো চনমনে হয়ে ওঠে-
অবহেলা দাপট দেখায় –
এড়িয়ে যাওয়া চোখ রাঙায়!
অসহায়ত্বের সংলাপগুলো ঘুরপাক খায়,
বিবর্ণতার অন্ধগলিতে ভালবাসা হোঁচট খায়,
কৃতজ্ঞতাবোধ মুচকি হাসে,
গুছিয়ে নেওয়ার আকাশছোঁয়া চাহিদায়!
একাকীত্বের মায়াজালে ছটফট করি,
মা আসেন –
অসহায়তায়,অকৃতজ্ঞতায়,বিরোধিতায়,
ভালবাসাহীন বাতাবরণে!
আমি এখনও মায়ের গন্ধ পাই!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here