লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি এ কে এম আব্দুল্লাহ এর লেখা জীবন চিত্রের অসাধারন গদ্য কবিতা “দু:খিতা সন্ধ্যার গল্প ”

851
কবি এ কে এম আব্দুল্লাহ এর লেখা জীবন চিত্রের অসাধারন গদ্য কবিতা “দু:খিতা সন্ধ্যার গল্প ”
লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি এ কে এম আব্দুল্লাহ

দু:খিতা সন্ধ্যার গল্প

                              -এ কে এম আব্দুল্লাহ

বাতাস সেলাই করে করে যে কোকিলটি এলো। সেও দু:খিতাসন্ধ্যার মতো বসে আছে ; ফিউজ উড়ে যাওয়া কারেন্টের তারে।মানুষ পুড়া আগুন পোহাতে পোহাতে রাত গুলোও ওড়ে যাচ্ছেআকাশের দিকে।
আর গৃহবন্দী বধু নিজেকে অনাবাসী ভাবতে ভাবতে— চোখ থেকেখুলে রাখে স্বামীর স্পর্শগুলো, স্যাঁতসেতে বালিশে।নিজস্ব পালকবাড়িয়ে কামনা করে একসমুদ্র জল।
এখন দুপুরের ছাদ অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই আকাশের কোমরভেঙে পড়তে পারে। কথাগুলো শোনার পর, পাশের সবাই মুখচাওয়া-চাওয়ি করলো।আর হঠাৎ পেছনে কয়েকটা আগুনলাগাজীবের গোঙানি শোনা গেলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here