ওপার বাংলার কবি- অর্পিতা আচার্য এর অনন্য সৃষ্টি কবিতা “ছাদের ব্যাসার্ধ ”

712
কবি- অর্পিতা আচার্য এর অনন্য সৃষ্টি কবিতা “ছাদের ব্যাসার্ধ ”
ওপার বাংলার কবি- অর্পিতা আচার্য

ছাদের ব্যাসার্ধ

             অর্পিতা আচার্য

শীতের সম্ভোগী রৌদ্রে ফড়িং এরা ওড়ে,
আমার পূজার ঘন্টা বেলা দশটায় –
বাতায়ন রন্ধ্রপথে অতিক্রান্ত শুদ্ধ বিলাবলে
আমি রাত জেগে যে বই পড়েছি,
বিছানার একপাশে এখন আলতো ঘুমে পড়ে আছে l
বারান্দায় আচারের বয়ামেতে ফিরে যাচেছ ক্ষুণ্ন পিপীলিকা l

আলস্যে মেলেছি চুল, রূপকথা সোনালি দুপুরে
এ রোদের উল্টো দিকে ছায়া নেই তাই,
আমার দোসর কেউ স্মৃতিক্ষরা মনোলগ লেখে না পংক্তিতে
এইসব দিন শুধু নিতি আসে,নিতি যায় l
মহাকাব্য রচনা করে না l

ছাদের ব্যাসার্ধ থেকে, এক..দুই..তিন..
গুনে দেখি, কত লোক চলে যাচ্ছে
গল্প লিখতে, জীবনের আজব যাপনে

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here