কবি-রেবেকা রহমান’র কবিতা “জল ঘ্রাণ”

469
রেবেকা রহমান’র কবিতা “ জল ঘ্রাণ”

জল ঘ্রাণ
রেবেকা রহমান

আজ আকাশে জল ঘ্রাণ!
স্পর্শ কাতর বাতাস উড়াচ্ছে কুন্তল
ভিজা প্রকৃতির বিপরীতে যেন চেয়ে আছো তুমি
বিষাদ ক্লান্ত চোখে
হুম আমি সেই অবহেলা, সেই নতমুখ অরুণাভ
যাকে তুমি ভেবে নিয়েছিলে মাটির শরীর!
আমি হয়তো সেদিন তোমার কাছে হয়ে গিয়েছিলাম কাদা-জল….
নাহ – আমি এখন জমাট শিলা
পাথরের মন নিয়ে বৃষ্টি কে বলি পানি
ঘ্রাণ কে জানি গন্ধ
তুমি শিখিয়েছো ঘৃণা, আমি আয়ত্ব করেছি প্রত্যাখান
জীবন শিখিয়েছে অভিজ্ঞতা
প্রথম প্রেম কে এখন আমি বলি প্রারম্ভিক ভুল
এভাবে না তাকিয়ে ফিরে যাও তুমি
অধিক প্রাপ্যের লোভে অন্য পথ ধরে যে ভ্রমর
তাকে আমি বলি ডাউন ট্রেন!
অরুণাভ মন আমাকে বুঝিয়েছে – আর সমুদ্রে যেওনা তুমি
সেখানে ভীষণ ঝড় উঠে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here