দৈনিক আলাপ ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, জনগগণে রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। টানা তিনবার ক্ষমতায় আসা মানে এই নয় যে, দেশে আর কোনো দল নেই বা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে।
যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত স্থানীয় সময় রোববার রাতে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার ‘হেড টু হেড’ আলোচনা অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কি গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে একদলীয় বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগোচ্ছে- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, না, কোনোটিই নয়। যুক্তরাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন, টোরি, লেবার- দুই দলই অতীতে পরপর তিনবার ক্ষমতায় এসেছে। এর মানে এই নয়, যুক্তরাজ্য একদলীয় রাষ্ট্র হয়ে গেছে। একটি সরকারের বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করেই জনগণ নির্ধারণ করে পরবর্তী মেয়াদের জন্য তাদের আবার ক্ষমতায় রাখবে কি-না। শেখ হাসিনা সরকারের বিগত দুই মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ড দেখেই আওয়ামী লীগ সরকারকে আবার জনগণ ক্ষমতায় বসিয়েছে।
ড. গওহর রিজভী প্রায় দেড়ঘণ্টার যাবৎ চলা অনুষ্ঠানে উপস্থাপক, প্যানেল প্রশ্নকারী ও দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দেন এ সময় উপস্থিত ছিলেন একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের লবিস্ট টবি ক্যাডম্যান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ, বাংলাদেশ সরকারের কঠোর সমালোচক ডেভিড বার্গম্যান ও সাংবাদিক তাসনিম খলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুনা তাসনিম এবং আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের দুটি গ্রুপ।