তোমরা মরে গেলে তোমাদের ললাটে এঁকে দিব প্রেমের চুম্বন !!কবি সামুয়েল মল্লিক এর অনুভূতির জীবন ছোঁয়া কবিতা “কংকাল ”

657
কবি সামুয়েল মল্লিক

কংকাল

    সামুয়েল মল্লিক

শৈশবে আমার আগ্রহ ছিল কংকালের প্রতি
আমি টেডি বিয়ারের পরিবর্তে ভয়ংকর কংকাল জড়িয়ে শুয়ে থাকতাম
স্কুলে পড়াকালীন আমার সাথে মিশতে চাইতো না কেউ
আমার গলায় শোভা পেত স্কালের লকেট
দুকানে কদাকার অস্থি’র দুল
আমার শরীর এড়িয়ে চলতো শিক্ষকের ধর্ষকামী চোখ আর পুরুষের অস্থির হাত

আমার যত শ্রদ্ধা ছিল লাশের প্রতি
যত আস্থা ছিল অস্থি’র প্রতি
আমার বিরুদ্ধে সকলের অভিযোগ
আমি মান্যবরদের মাণ্য করতে শিখিনি
আমি এন্টি স্যোশাল
আমি আদব জানি না

আজ দেখছি মহামান্য সাংসদের সামনে নতজানু
বাবার অসহায় মুখ
আমার মা নিরুপায় হয়ে স্কুল সভাপতির চক্র থেকে
আশ্রয় চাইলেন স্রষ্টার কাছে
আমার সহোদর এলাকার শ্রদ্ধেয় বড় ভাইয়ের অক্টোপাসিয় কারেন্ট জাল ছিঁড়ে বের হতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন

হে মহামান্য আলোকিত মানবগণ!
আমি দুঃখিত তোমাদের কখনো শ্রদ্ধা করতে পারিনি
ভালোবাসতে পারিনি
তবে আমি তোমাদের কথা দিচ্ছি
তোমরা মরে গেলে তোমাদের ললাটে এঁকে দিব প্রেমের চুম্বন
আর তোমরা যদি আমাকে অনুমতি দাও
আমি তোমাদের বুকের নরম অস্থিগুলো আমার গলার মালায় গেঁথে নিবো সযতনে পরম মমতায়

আমার যত ভালোবাসা মরদেহের প্রতি
কংকালের প্রতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here