“আমি বীরাঙ্গনা” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলম সৈনিক সাহানুকা হাসান শিখা

403
“আমি বীরাঙ্গনা” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলম সৈনিক সাহানুকা হাসান শিখা

আমি বীরাঙ্গনা

সাহানুকা হাসান শিখা

আমি তো নয় কোন পরিযায়ী
আমার আছে যুদ্ধ শিশু।
আমি বীরাঙ্গনা,আমি সতী সাবিত্রী
আমার সন্তান এক যীশু।

আমার ঠাঁই আমার বাসস্থান
এই বাংলার প্রতিটি ঘরে।
আমার চুল শুকাবে এই উঠোনের
সোনালী রোদ্দুরে।

আমার কাবিন নামায় আছে
এই সোনার বাংলাদেশ।
আমি ধর্ষিতা হই নি তো,
কবুল করেছি মুক্তিযুদ্ধের আদেশ।

আমি লড়ছি আমার শরীর দিয়ে,
রক্ত জমাট বেঁধেছে জঠরে।
আমি শুনেছি শিশুর চিৎকার
জয় বাংলা, জয় বাংলা প্রতিটি প্রহরে।

জন্ম নিয়েছে এক সূর্য সন্তান
এক টুকরো শ্যামল ভুমি।
আজ আমি দাঁড়াবো মাথা উঁচু করে,
স্বাধীনতার পেয়ালা চুমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here