“পরন্ত বিকেল” জীবন ছোঁয়া অসাধারণ কবিতা লিখেছেন তারুণ্যের কবি-রুদ্র মুহম্মদ জাহিদুল

373
“পরন্ত বিকেল ”জীবন ছোঁয়া অসাধারণ কবিতা লিখেছেন তারুণ্যের কবি-রুদ্র মুহম্মদ জাহিদুল

পরন্ত বিকেল
রুদ্র মুহম্মদ জাহিদুল

তুমি আসবে…..?
আজ পরন্ত বিকেলে
সেই ঝাউ বাগানটায়
যেখানে আজ পার্ক হয়েছে….
হাজার হাজার লোক এসে ভীর জমায়,

তোমার মনে আছে…..?
সেই যে কবে তুমি আমি
হাতে হাত রেখে পায়ে পায়ে তালে তালে
কাটিয়ে দিতাম গোটা গোধূলিটা।
আকাশে সাদা বক গুলো উরে যেত
পানকৌড়ি গুলোও ডানা মেলে মাথার উপর দিয়ে চলে যেতো
তবু গল্প বলা শেষ হতো না……!

তোমার মনে আছে…..?
আমি যখন পেয়ারা ভর্তা খেয়ে
ঝালে হা করে কোঁকড়াতাম
তখন তুমি,
তোমার কোমল হাত দুটি দিয়ে বাতাস করতে
পারতেনা শুধু ঐ মিষ্টি ঠোঁট জোড়া দিয়ে চুম্বন করে ঝালকে নিঃশেষ করে দিতে…..
তোমার চোখ দুটি তখন জলে ভরে যেতো,
অপলকে তাকিয়ে আমার কষ্টের ভাগ নিতে।

তারপর যখন আমি ভাবের জগতে হারিয়ে যেতাম
নির্বাক হয়ে তাকিয়ে থাকতাম আকাশপানে
তখন তুমি এসে বলতে কানে কানে….
চলনা ঘুরে আসি অজানাতে…..
এলোমেলো কেশ গুলো উড়িয়ে দেই হাওয়াতে
আমি তখন কবিতার ছন্দে একটু অভিমান করতাম…..!

কিন্তু আজ,আর কোনো অভিমান নয়
নয় কোনো সংশয়
চলে এসো, পরন্ত বিকেল
অপেক্ষা করছে তোমার আর আমার জন্য,
চলে এসো…..
আজ যেন তুমি অভিমান করনা…..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here