জীবনের কালবেলায় কলমযোদ্ধা-মেহবুবা হক রুমার আবেগ,অনুভূতির কবিতা “শ্রাবণের প্রেম‘’

308
মেহবুবা হক রুমার আবেগ,অনুভূতির কবিতা “শ্রাবণের প্রেম ‘’

শ্রাবণের প্রেম
মেহবুবা হক রুমা

শ্রাবণের ঝিরিঝিরি বারি ধারায়,
মন হারালো জলের নৃত্যে।
হাত ছুঁয়ে তুমি আমি এসো আলিঙ্গনের বৃত্তে।
বৃষ্টি জল ছলছল।
হলো আজ হৃদয়ের মিলন।
স্বপ্নগুলো ঝরছে আজ বৃষ্টি হয়ে।
জলবিন্দুগুলো একটি একটি হীরেকণা।
সে কণাগুলোয় তোমার আমার হাজার
বছরের পুরনো ছবি।
ভেসে ওঠে কণায় কণায়।
কত যুগ কত কাল কেটেছে একসাথে।
পাহাড়ের পৃষ্ঠে লেখা ইতিহাস।
কত কষ্টে মৃত্যু হয়েছিল আমাদের।
সয়েছিলাম শত পরিহাস।
যুগ কাল বিলীন হয়েছে কালের স্রোতে।
অমর রয়ে গেছে শুধু প্রেমের ইতিহাস।
সাক্ষী হয়ে বেঁচে আছে শ্রাবণ ধারায় জল।
আকাশের শুক তারাটি।
বাতাসে বকুলের ঘ্রাণ।
সেই পুরনো ঝিনুক।
যার মাঝে মুক্তো হয়ে লুকিয়ে আছে,
পূর্বের মৃত দুটি প্রান।
সে দুজনের আমরণ ভালোবাসা,
শরীরে দিয়েছিলাম দান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here