কবি ইকবাল হোসেন পলাশ লিখেছেন নারী দিবসের বিশেষ কবিতা “রমণী”

1177
কবি-ইকবাল-হোসেন-পলাশ -কবিতা-রমণী-doinik-alap
কবি ইকবাল হোসেন পলাশ।

“রমণী”

ইকবাল হোসেন পলাশ

 

দুনিয়ায় শেষ্ঠ সম্পদ সতীসাধ্বী রমণী,
বাণীটি অতিক্ষুদ্র হলেও তাৎপর্য ব্যাপক।
নারীর সংশ্রব ব্যতিত পুরুষের জীবনী,
পরিপূর্ণতা আসে না হে স্ত্রীলোক।

সুখে-দুঃখে নারীই জীবনসঙ্গিনী,
নারী যদি পুত-পবিত্র হয়।
পুরুষের জীবন স্বর্গের অবনী,
শান্তির ফুলদ্বারা বয়ে যায়।

দাম্পত্য জীবনে হয় নারী সচ্চরিত্রী,
ইসলাম নারীকে দিয়েছে সর্বোত্তম মর্যাদা।
নারী-পুরুষের জীবনে আনে শান্তি,
বৈবাহিক সম্পর্কে এই বসুধা,

সমস্যা সংকুল আসিলে জীবনে,
কুরআন-হাদিস তুলে ধর হাতে।
বৈবাহিক সমস্যা সমধানে,
আসিবে সুখ সংসারে দুনিয়াতে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here