আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার সূক্ষ্ম অনুভূতির কবিতা “বেড টি”

303
আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার সূক্ষ্ম অনুভূতির কবিতা “বেড টি ”

কবিতা

বেড টি
সাহানুকা হাসান শিখা

————————///////————
ঘুম ঘুম চোখে বেড টিতে
একটু চুমুক দিতেই,
বলে উঠলে, তুমি কি আমায়
চুমু দিচ্ছো ?
অতি সহজ ভাবে বললাম না!
চায়ের কাপ কে দিচ্ছি।
হয়তো ভাবলে চায়ের কাপটি
দারুণ ভাগ্যবান।

আমি কি ভাবলাম জানো?
ভাবলাম তুমি আসলেই সৌভাগ্যবান।
তারপর কবিতা লিখলে
কবিতা পড়লে, গল্প করলাম আমরা
কোন এক সময় আমি কিছু
অজানা কথা তোমায় জানালাম।

আমি এখনও জানি না, তুমি কি ভাবলে!
কানের কাছে ফিস ফিস করে বলা
সেই কথাটি, ভালোবাসি, ভালোবাসি।
আমার কাছে তা এক অট্টহাসি।
কখনও ভেবোনা তা অবহেলা,
দখিনা বাতায়নে দাড়িয়ে আছে
বিদায় সন্ধ্যাবেলা।

এক সময় তুমি চুপ করে সরে গেলে
আমার মনে হলো, অজানা কথায়
তুমি ভয় পেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here