ভারত থেকে কলমযোদ্ধা-বিশ্বজিৎ করের কবিতা “কবিতার ক্যানভাসে!‘’

573

কবিতার ক্যানভাসে!
বিশ্বজিৎ কর।

হাতে ‘মনের মানুষ’,
সুনীল সাগরে অতৃপ্তির ঢেউ !
নৌকা বেসামাল, উপন্যাসের মোড়কে –
ভালবাসা কাঁপছে!
জীবন পথের পাঁচালী শুনি,
মায়ের ব্রতকথা-পাঠ মনে পড়ে!
শঙ্খধ্বনির হাওয়ায় –
বিভূতির চঞ্চলতা! ভালবাসা কাঁপছে!
ডাকঘরের চিঠি না পাওয়া অমল,
জানালার পাশে সুধার অপেক্ষায়!
সুধা হারিয়ে গেছে, ঠিকানাহীন-
ভালবাসা কাঁপছে!
ঘন্টাখানেক সেজেগুজে চেঁচামেচি নয়,
একটু বসো! উপেন, বেণীমাধবদের ডাকো –
কবিতার লন্ঠন জ্বালাও…
ভাষা-মা একুশে গাইছে!


কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here