কবি অর্ণব আশিক এর কবিতা “সোনার শিকল ”

557
কবি অর্ণব আশিক

সোনার শিকল

                    অর্ণব আশিক

সে চায় সোনার শিকল
সময়ের কার্ণিশে এ তার নীরব উচ্চারণ।
উদ্বাহু হয়ে কে দাড়াঁবে বৃক্ষের মত, এ জীবনে
সকালে ফুল শুভেচ্ছা, দুপুরে বৈষ্ণবী তান।

বুক পেতে কাকে নেবে, সংসার কঠিন স্রোত
হৃদয় মথিত হলে খঞ্জনীটা পরে থাকে
বিশাল পৃথিবী তখন শ্বেত শঙ্খের গুঁড়া
অভিমান চুইয়ে পড়ে কষ্টের পাকে।

শিরোনামহীন বন্ধন বিলায় সৌরভ
সোনার শিকল থেকে না বলা কথার ঘ্রাণ
সমস্ত চেতনা জুড়ে জোছনার খঞ্জনী গান
অনুগত হয় ক্ষোভহীন ঈর্ষাহীন ।

না বলা কথাগুলোই হোক
বুক পেতে নেয়া মুলধন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here