কবি-নাসরিন জাহান মাধুরী এর অনন্য সৃষ্টি কবিতা “দম্ভ”

674
কবি-নাসরিন জাহান মাধুরী এর অনন্য সৃষ্টি কবিতা “দম্ভ ”

দম্ভ

নাসরিন জাহান মাধুরী

প্রতিটি গল্পের ভেতরে লুকিয়ে
থাকে অন্য গল্প
প্রতিটি ক্ষোভের বিপরীতে
কিছু হতাশা যেমন

চুপ থেকে গেলে প্রতিপক্ষ
ভাবতে হবে এমনও নয়
কেউ কেউ ভালোবাসার মূল্য চুকাতে নিশ্চুপ থাকে
কেউ অবহেলায় নিশ্চুপ
যদিওবা থেকে যায় অবহেলার বিপরীতে অনেক প্রশ্নবোধক চিহ্ন
তবুও নিশ্চুপ
কোন বিষন্নতা নয়, নয় বুকের ভেতর থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস
আছে কিছু বিস্ময়…
তবুও থাকে মনে মনে শুভ কামনা
শুভ হোক শুভ হোক

জীবনের ধর্মই বুঝি এমন
প্রাসাদ ষড়যন্ত্রে হেরে যায় আবেগ, ভালোবাসা আর শুভ কামনার নৈবেদ্যে
মুচকি হাসে ধূর্ত কূটনীতি
খলে ছলে কখন কে বনে যায় মহাপুরুষ আর কে খলনায়ক!

আত্মাকে মুক্ত না করে
বৃথাই প্রার্থনা
কলুষিত পঙ্কিল হৃদয়ের আর্তি বৃথা
প্রার্থনায় থাকতে নেই লৌকিকতা
প্রার্থনাতো থাকে একান্তই সংগোপনে স্রষ্টার সাথে প্রাণের
কেন করি নিজের প্রার্থনাকে নিজেই কলুষিত যখন আত্মাকেই মুক্তি দিতে পারিনি দম্ভ অহংকার আর আমিত্ববোধ থেকে?
মানুষের দম্ভ করার কিছুই নেই।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here