“মানুষ হয়ে বাঁচতে চাই” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ

755
“মানুষ হয়ে বাঁচতে চাই” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কবি বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ

“মানুষ হয়ে বাঁচতে চাই”

           বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ
____________________________

আমি সেদিন ই শ্রেষ্ঠ পিতা-মাতার সন্তান হতে পারবো,
যেদিন আমি আমার পিতা-মাতার আদর্শকে
সম্মান করে তাদের সেবা করতে পারবো।

আমি সেদিন ই নারীকে সম্মান করতে পারবো
যেদিন আমি অন্য নারীদের আমার মা’য়ের জাতিতে দেখতে পারবো।

আমি সেদিন ই বোনের সেরা ভাই হতে পারবো,
যেদিন আমার দ্বারা অন্য বোনকে হেফাজত করতে পারবো।

আমি সেদিন ই ভাইয়ের ভাই হিসেবে পরিচয় লাভ করবো,
যখন ভাইয়ের প্রয়োজনে ভাইয়ের পাশে দাঁড়াতে পারবো।

আমি সেদিন ই নিজেকে স্বার্থক মনে করবো,
যেদিন আঁধারের বুক চিড়ে নতুন ভোর আনতে পারবো এই সমাজে।

আমি সেদিন ই নিজেকে বিত্তবান মনে করবো,
যে দিন আমার অর্জিত সম্পদ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাতারে অঢেল ব্যয় করতে পারবো।

আমি সেদিন ই নিজেকে চিত্তবান মনে করবো
যেদিন আমার হিংসা, লোভ নিয়ন্ত্রণ করে সত্যকে জানার মধ্যে দিয়ে সবাইকে ভালবাসতে পারবো।

আমি সেদিন ই নিজেকে প্রভাবশালী মনে করবো,
যেদিন আমার দ্বারা সমাজের নিকৃষ্ট কাজ গুলোকে ঘৃণা আর অন্যায়ের প্রতিবাদ করতে পারবো।

আমি সে দিন ই নিজেকে নেতা বলে মনে করবো,
যেদিন আমার নেতৃত্বে রাষ্ট্র তথা জাতির মঙ্গলজনক কাজ গুলো করতে পারবো।

আমি সে দিন ই নিজেকে আদর্শবান বলে মনে করতে পারবো,
যেদিন আমি আমার সত্যকে চিনতে পারবো,
সত্যের মাধ্যমে।

আমি সে দিন ই নিজের মধ্যে আনন্দ খুঁজে পাবো,
যে দিন আমার কর্মের মধ্যে দিয়ে অন্যরা
শান্তি বিলাস করতে পারবে মনের হরিষে।

আমি সেদিন ই নিজেকে শ্রেষ্ঠ লেখক দাবি করতে পারবো,
যেদিন আমার লেখায় ফুটে ওঠবে জন সাধারণের
কষ্টের চিত্রের এক বিশাল ইতিহাস।

আমি সেদিন ই নিজেকে বিদ্রোহী মনে করবো,
যে দিন আমি সমাজের কালপ্রিটদের পদাঘাত
করতে পারবো কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে।

আমি সেদিন ই নিজেকে শান্ত মনে করবো,
যেদিন সমাজে থাকবে না কোনো বিশৃঙ্খল
হবে না হানা হানি করবে না কেউ কলহল।

আমি সে দিন ই নিজেকে মানব দরদি বলতে পারবো,
যে দিন আমি আমার উদাস মনে
স্রষ্টার সৃষ্টির সেবা করতে পারবো।

এসব কিছু ছাড়া আমি নিজেকে নিয়ে কখনো
ভাবতেই পারবো নাহ যে, আমি একজন মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here