কবি নাসরিন আক্তার এর অনুভুতি নিয়ে এক অনন্য সুন্দর কবিতা “বর্ষা ”

740

বর্ষা

নাসরিন আক্তার

নবধারা জলে ভিজে শীতল হওয়ায়
রুক্ষতাকে বিদায় জানিয়ে কোমল হলো পৃথি
বর্ষা নিয়ে এলো নবস্বপ্ন পরিপাটি,
তপিত গ্রীষ্মের আবসান আগমনে
বর্ষার দূত হয়ে কদম ফুটলো বনে।

রিমঝিম বৃষ্টির ছন্দ
পেখম খোলা ময়ূরের নৃত্য
কদমের সৌন্দর্য সৌরভে সাদরে আষাঢ়,
মনের গভীরে জাগায় সুরের কাঁপন
কখনো বৃষ্টির কখনো বাদলা হাওয়ার।।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here