ওপার বাংলার কবি রুনা দেব চৌধুরী এর কবিতা “অশান্ত তরঙ্গিনী”

626
ওপার বাংলার কবি রুনা দেব চৌধুরী এর কবিতা “অশান্ত তরঙ্গিনী”

‘অশান্ত তরঙ্গিনী ‘

             রুনা দেব চৌধুরী 

এই নদীটা দেখছো যেমন, হয়তো তেমন নয় ,
জোয়ার এলেই তরঙ্গিনী অন্য কথা কয় ।
এই নদীতে ঢেউ বেশি নেই তায় পড়েছে পলি–
তবুও তাতে এলে জোয়ার ভাসবে অলিগলি ।
জোয়ার এসে করবে প্লাবন সব যা আছে পাড়ে ,
তখন যেন বাঁধ দিওনা উত্তাল এ ‘ তটিনিরে ‘ ।
বাঁকা চোখে দেখো নাকো ‘স্রোতস্বিনী ‘ র বেগ ,
ভাসিয়ে দুকূল বইবে ‘ তটিনী ‘
ছড়িয়ে আবেগ ।,
কুল ছাপিয়ে জল ছল ছল ছলাৎ ছলাৎ ঢেউ ,
তটে রেখে যায় ,’ না বলা সে বাণী ‘ বুঝবেই তারে কেউ ।
নদীর পাড়ে ছোট বড় নৌকো বাঁধা আছে ,
ভাসতে যদি চাও নদীতে এগিয়ে যেও কাছে ।
সাবধান !! দেখো নৌকো সব ভাসিয়ে না নিয়ে যায়….
‘জলের ই স্বভাব যেমন নিম্নদিকে ধায়’..
ভেসে গেলে হারাবে কুল , খুঁজবে কিনারা
মানসলোকে দেখবে ‘নদীর
অশান্ত চেহারা ।
ভেসে যেও স্রোতের মুখে স্রোতবহার সাথে ….
মিলনসুখে ভরবে জীবন ‘সাগরসঙ্গমেতে’ ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here