ভাবনা মনে আসে নিয়ে যায় অজানা বন্দরে তাই কবি ***নাসরিন জাহান মাধুরী লিখেছেন কবিতা“ভাবনা ”

808
ভাবনা ”
কবি নাসরিন জাহান মাধুরী

ভাবনা

          ***নাসরিন জাহান মাধুরী

ভাবনা তুমি আসো কেনো ভাসিয়ে দিয়ে
কাল বিকেলের হাসনুহেনা বেলি ফুলের সুবাস নিয়ে–
মন চলে যায় বারেবারে ঐ সুবাসে?
কেনো আসো তিমির পথে প্রদীপ হয়ে–
কেনো আসো বর্ষা হয়ে ভিজিয়ে দিতে
উঠোন বাটি–
ভাবনা তুমি কেনো আসো? কেনো আসো??
কেনো আসো লেস ফিতা আর কাজল হয়ে!
ঐ লালটিপ আর নাকের নোলক!
বকুলতলা! কেনো আসো!
আলতা পায়ে কেনো আসো!
জলের নূপুর কেনো আসো!
হনহনিয়ে কেনো ছোট ভর দুপুরে!
উঠোন জুড়ে আমের আচার!
রোদে শুকায় হলুদ খামে ঝাপসা কোন প্রেমের চিঠি!
না এলে আর কেমন ক্ষতি?
ভাবনা তুমি? ভাবনা তুমি?
নির্ভাবনায় থাকতে তো দাও!
আর কটাদিন ভাবনা বিহীন না হয় বাঁচি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here