“দিনের অন্ধকার” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি–অর্ণব আশিক

421
“দিনের অন্ধকার” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি--অর্ণব আশিক

দিনের অন্ধকার

                          অর্ণব আশিক

শ্যামলী থেকে মিরপুরের বাস ধরেছি
ধান খেতের ভিতর আগাছার মত মানুষ
গিজগিজ করছে, অনেকের মুখে মাস্ক লাগানো, কারো কারো হাতে আছে গ্লাভস
অনেকের কোনটাই নাই, ভাইরাস,
মৃত্যু এদের কাছে নস্যি
সকাল বেলা হাঁটতে বেড়িয়ে শিশির ভেজা ঘাস যেভাবে মাড়িয়ে দেয় মহাদেবের মত মানুষ,
আমাকেও মাড়িয়ে দিয়ে একজন বললো ‘সরি’

গাড়িটা হঠাৎ থেমে গেলো
ট্রাফিক সার্জনের একটা হাত ড্রাইভারের সাথে করমর্দন করতেই গাড়িটি আবার চলা শুরু করলো।
একজন যুবতী চিৎকার করে বললো আপনার কী মা বোন নেই ?
আমি তাকিয়ে দেখি একটা লোক তার পাশ থেকে সরে গেলো হন্তদন্ত হয়ে

এর মধ্যেই
একজন হেই হেই করে উঠলো,
নিয়ে গেছে নিয়ে গেছে সব,আমার জামার পকেট ফাঁকা, হাউ মাউ কান্না;
চাঁদের আলোয় কত কী ঘটে, দিনের আলোতেও ঘটে,
আসলেই কী দিনের আলো আছে? নাকি আলোর মধ্যেই অন্ধকার?

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here