নীরবে ঝড়বেনা আজ আর আঁখি জল !!কবি -গাজী মোসাঃ লতা ইসলাম এর ব্যতিক্রম ধর্মী কবিতা “মনে রেখো না আমায় ”

541

মনে রেখো না আমায় _

               গাজী মোসাঃ লতা ইসলাম 

লিখবনা তোমাকে নিয়ে আর কোনো কবিতা
হৃদপিঞ্জরে সাজাবো না তোমাকে
আমি আর সবিতা
আমিতো দেবদাস হয়ে গেছি,
তুমি থেকো সুখে সুবাসীনি ।

পার্ভোতির মতো করে কাটিয়ো জীবনটা কে,
খুজে নিও নতুন কোন সঙ্গী কে।
সাঁজিয়ে নিও জীবন টাকে নতুন বেশে,
চলে এসেছি আজ আমি তোমাকে ছেড়ে
দূর থেকে আরও বহু দূর দেশে ।

লিখনা আমাকে নিয়ে আর কোনো কাব্য
তোমার প্রেমের অনুভূতি বোঝার
নেই আমার সাধ্য।
সুখ বিলাসি তুমি খুঁজোনা আর সুখ, দুঃখের রাজ্যে,,,
আমার এ ব্যাধিত হৃদয়,,
তোমার মনের কোনায় আসবে না আর কোনো কার্যে
ধুয়ে মুছে ফেলেছি সমুদ্রের জলে হয়েছি আমি ধন্য।

নীরবে ঝড়বেনা আজ আর আঁখি জল
শুকিয়ে যাওয়ার সুযোগে
যন্ত্রণার কাঁটা গুলো উপরে ফেলেছি
সুযোগ হবেনা আর আসা যাওয়া
ভুলে যাও লিখোনা আর কোনো কবিতা
ভালো থেকো, ভালো রেখো, ভালোবাসার সবিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here