বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলমযোদ্ধা-আরশ মালিথার কবিতা“বিজয় এসে গেছে..”

286
আরশ মালিথার কবিতা“বিজয় এসে গেছে..”

বিজয় এসে গেছে….
আরশ মালিথা

হাজার বছরের অশ্রুতে ভিজে,
চোখ লাল হয়ে গেছে,
লাল হয়েছে আমার সারা শরীর,
অত্যাচারী আর শাসকের ভিড়ে,
চাবুক আর বুলেটের আঘাতে।
তবুও আমি আশা হারায়নি!
রক্তাক্ত দেহের মাঝে, ক্ষত-বিক্ষত হৃয়য়টি,
হঠাৎ আজানা এক শক্তিতে হুঙ্কার দিয়ে উঠল।
দারুন ক্রোধে কেঁপে উঠলো আমার পুরো শরীর,
দামামা বাঁজিয়ে দিলাম নিজের মধ্যে,
মহাবিপ্লবের।
আমার হৃদয় থেকে অন্য হৃদয়ে,
তরঙ্গের মতো ভেসে গেল সে বিপ্লব।
বর্জ্যের মতো আঘাত হানলো,
অত্যাচারীর আত্যাচারের বিরুদ্ধে।
বহু বছরের শত সংগ্রাম শেষে,
বহু আঘাত বুকে- পিঠে সইয়ে,
আমার মাঝে আজ বিজয় এসে গেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here