ভাষার মমত্ব মায়ায় আবদ্ধ কবি- নাসরিন জাহান মাধুরী এর একুশের চেতনার কবিতা“২১ফেব্রুয়ারি ”

421
কবি- নাসরিন জাহান মাধুরী এর একুশের চেতনার কবিতা “২১ ফেব্রুয়ারি ”

২১ ফেব্রুয়ারি

               নাসরিন জাহান মাধুরী

ভিক্টোরিয়া পার্ক কাক ডাকা ভোরে
জহির রায়হানের আরেক ফাল্গুন
কুয়াশার চাদর ভেদ করে সাদা পোশাকে
খালি পায়ে মেঘের মতো ছেলেটি এলো

রক্তে বিদ্রোহ, বুকে প্রেম নিয়ে
দৃপ্ত পদচ্ছাপ নিয়ে এগিয়ে যাচ্ছে সে
তারসাথে আরো কয়জন
চোখে মুখে প্রতিবাদের দৃঢ প্রতিজ্ঞা
৫২র আন্দোলনের স্মরণে
আজ তারা সবাই রোজা রেখেছে…
আজ যে করেই হোক ব্যারিকেড ভাঙবে

“প্রভাতফেরি চললো
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!”
মিছিল ছত্রভঙ্গ
পুলিশের লাঠিচার্জ

টপাটপ জেলে পুরছে সবাইকে..
শ্লোগান চলছে
“সালাম অমর হবে
বরকত অমর হবে
আসাদের রক্ত বৃথা যাবে না
আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো…

সেই কুয়াশার চাদর ভেদকরে
সাদা পোশাকে নগ্ন পায়ে সেই মেঘ বালক আসে..
প্রতি ফাল্গুন আসে
আগের চেয়ে দ্বিগুণ সংখ্যায়
মিছিলে শ্লোগানে ছেয়ে যায় রাজপথ
মুখে মুখে সালাম বরকত রফিক জব্বার
প্রভাতফেরি চলে…
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!? “
এভাবেই চলবে অনন্তকাল, যতদিন এই বাংলা থাকবে বাঙালী থাকবে…
সব ভাষাশহীদদের নাম অমলিন রয়ে যাবে
ফাল্গুনে ফাল্গুনে আগের চেয়ে দ্বিগুণ হবে মিছিলেরর মুখ…

( জহির রায়হানের “আরেক ফাল্গুন ” উপন্যাসের কিছু দৃশ্যকল্প অবলম্বনে।)

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here