“শেষ-অর্চনা”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি মজিদ মোর্তুজা

372
“শেষ-অর্চনা”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি মজিদ মোর্তুজা

“শেষ-অর্চনা”

—মজিদ মোর্তুজা

জানো সু-মনা!
রাত জাগা পাখিগুলো আর—মিষ্টি করে গায় না।
চাঁদের কোমলতায় তারাগুলোও আর—
মিটিমিটি জ্বলছে না।
নিস্তব্ধ প্রকৃতি—কোথাও বিন্দুমাত্র বায়ু ধ্বনি নাই।
শুনশান এ জীবনে—শুধু চিতার গন্ধ পাই।
তবুও তোমাকে খুঁজে ফেরে মন।
অনিঃশ্বেষ,নিষ্কলুষ অন্ধকার কবরে বিভোর দু’টি চোখ।
লাশেরা ডাকছে—তাদের সঙ্গ দিতে।
না ফেরার দেশে নিজেকে বিরাজ করাতে—
মৃত্যুর সিংহাসনে বসা স্বয়ং যম দূত‚
শিয়রে রাখা কাফনের উপঢৌকন।
তুমি বিশ্বাস করো সু-মনা!
নিষ্পাপ চোখ দুটি—তখনো তোমার সন্ধানে ক্লান্ত।
কম্পিত ঠোঁটের কোণে উত্ত্রাস্ত্ব শুষ্ক হাসি—
কানে—হৃদয় ফাঁটা আর্ত-ধ্বনি।
—তোমাকে না পাবার সহস্র আকুতি বাণী।
সু-মনা‚আমি মরতে চাই—আমি মৃত্যুকে ভয় করি না
শুধু…মৃত্যুটা তোমার হাতে চাই।
যমের আসনে—তোমার মুখ দেখতে চাই।
আমি জানি সু-মনা—!
তুমি তোমার সুখ,তোমার সিঁদুরের কল্যাণে—
আমার এ অনুরোধটা রাখবে।
তোমার প্রেম ভক্তিতে—এ আমার শেষ-অর্চনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here