সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা এর কবিতা “ফেরার কথা ”

797
তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা

ফেরার কথা

                 নাসিমা হক মুক্তা

মনের ভিতর জুৎ করে বসে আছে নাগর
এক্কেবারে কোটরে – খুব শান্তভাবে
আমিও হজম করছি – মস্তকে
ঠুকে ঠুকে উল্লাস করছি – সুখের আল পথ থেকে শিল্পের সম্মুখে।

সুখগুজরানো অদৃষ্ট বাঁকে
শুধুই বাউল মূর্ছনা
গানের চূড়ায় আছড়ে পড়ে;
ভালো লাগার শুঁড়শুঁড়ি-
শরীর থেকে ছন্দ ছুঁয়ে যায় তালশিখরে..

পরস্পর আঁকড়ে ধরে স্বর্গের জমিটুকু!

লাজ- শরমের ভারী পর্দা
টুকরো টুকরো করে জড়াতে গিয়ে ভুলে যায়
ফেরার কথা….

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here