যখন মৃত্যু আসে!
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া
অসহ্য যন্ত্রণায়
কুঁকড়ে যাচ্ছে শরীর
ক্ষণ ক্ষণে বন্ধ হয়ে আসে
চোখের পাতা!
নিঃশ্বাস যেন গিজার পিরামিডের
প্রতিটি পাথরের সম ভারি।
চামড়ার আড়ালে মমি
হয় নির্জীব মন,
যেন ভিখারির রুগ্ন হাতের
ফুলে ওঠা রগ!
ঝাপসা হয়ে আসে দৃষ্টি
অদৃশ্য হয় আলোকধারা –
কোথা হতে ভেসে আসে
মহাপ্রলয়ের তর্জনগর্জন।
সাদা পতাকা উড়িয়ে সিগনাল
দিয়ে এগিয়ে আসছে
আত্মা বহনকারী জাহাজ!
আহা মৃত্যু!শেষ গন্তব্য আমার,
অন্তিম মুহূর্ত দিতে চায়
সুখস্মৃতি করুনা করে
চেতন ফিরে এসেছে
ক্ষণিকের ত’রে,
সোনালি স্বপ্নের মত
প্রসারিত হল –
স্পষ্টতর হল জ্যোতি,
আমি ফিরে গেলাম
আমার শৈশবে,আমার কৈশরে
প্রিয়জনদের সান্নিধ্যে-
গীতিময়,স্মৃতিঘেরা সেই
সোনালি দিনগুলোতে।
কাছে কোথাও বেজে
ওঠল ঘণ্টাধ্বনি,
মুছে গেল সুখময় স্মৃতির মুহূর্ত এগিয়ে আসছে শমন
পলক বিহীন দৃষ্টিতে।
কি যেন এক মায়াবী
সুরের মুর্ছনায় আচ্ছন্ন হলাম!
খুলে গেল কপাট
শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়-
যেখানে নেই কোন ক্ষয়,
নেই ধ্বংস!
নোঙর পরল ঘাটে,
চোখ জুড়ে এল গভীর ঘুম-
ছুটে চলেছি অজানা গন্তব্যে!