ঢেউ
আসিফ আলতাফ
সাগর কিনারে দাঁড়ালে
বিচূর্ণ ঢেউয়ের ভষ্ম থেকে
ফিনিক্স পাখির মতো
উড়ে যেতে দেখি আমি
অসংখ্য
ঢেউয়ের জমজ
মনখারাপের মেঘ গাঢ় হলো
আমি তাই
সমুদ্রের সামনে
দাঁড়াই
ভেঙে যেতে যেতে
ঢেউ গুলো ছুটে যায়
মাতৃজঠরের দিকে
আর
যাবার সময়
বলে যায় তাদের
নির্মাণ শৈলীর
গোপনসৃত্র
আমি ঢেউয়ের কাছে থেকে
শিখে নেই
জীবনের
পাঠ।