পালেরমো,ইতালি থেকে কবি~সৈয়দা ইয়াসমীন লিখেছেন কবিতা “আমি আমার মতোই”

593
সৈয়দা ইয়াসমীন লিখেছেন কবিতা “আমি আমার মতোই”
পালেরমো,ইতালি থেকে কবি~সৈয়দা ইয়াসমীন

আমি আমার মতোই

                     ~সৈয়দা ইয়াসমীন

আমার আমিকে তোমার মতো করে নিতে চাও?
কি বলবো তোমায়, তোমার বাস যে বোকার রাজ্যেই
আমার মতো হাসি আমি, কাদিও আমার মতোই
আমি যে শুধুই আমার মতো, অন্য কারো মতো নই।

প্রয়োজনে আবেগের ঘনঘটা, প্রয়োজনেই তুফান
অন্যায় যেথা, প্রতিবাদ সেথা, ভন্ড আমি নই
তোমরা পারো, আমি পারি না,পারতেও চাই না
ভন্ডামীকে বড্ড ঘৃণা, কেমনে তা মেনে লই!

স্বার্থের পেছনে দুনিয়া ঘুরে, সে কী আর বুঝা নেই!
আমি তাতেই খুশি, ভালবেসে যা কুড়িয়ে নেই,
অতি সাধারণ একজন, কর্মে আমার বিচরণ
আনন্দ চিত্তে স্রষ্টার সামান্য দানকেই গ্রহন করে নেই।

স্বার্থপরের খাতায় নাম লিখে বেশি কিছু চাই না আর
যা আছে, যা পাই, তাতেই সর্বদা খুশি থেকে যাই,
কিঞ্চিৎ সম্মানের বিনিময়ে বিলিয়ে দেই সকল শ্রম
স্বার্থের পেছনে লেলিহান হওয়ার ইচ্ছা নাই মোটেই।

আমায় চিনবে কেমনে তোমরা, কখনও হবে না তা
আমায় বুঝার ক্ষমতা স্বার্থান্বেষীদের কভু হয় নাই,
তোমাদের আগা গোড়া মুখোশে ঘেরা যে পুরোটাই
তোমাদের সাথে হলো না আর আনন্দে পথচলা তাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here