সার্বজনীন মুজিব
আয়েশা মুন্নি
মুজিব এদেশে না জন্মালে আমি আজ হতে পারতাম না লেখক কবি,
মুজিব এদেশে না জন্মালে বিশ্ব মানচিত্রে আঁকা হতো না বাংলার ছবি।
মুজিব মুক্তিযুদ্ধের ডাক না দিলে লিখা হতো না বাংলাদেশ,আজো লিখতে হতো পূর্ব পাকিস্তান
মুজিব আমাদের না দিলে বাঙালি জাতির মর্যাদা,আজো ধূলোয় লুটাতো বাংলার মান।
আজো নির্যাতন-নিপীড়নে
দগ্ধ হতো এই বাংলার কোটি জনতা,
যদি না মুজিব আমাদের হাতে
ধরিয়ে দিতেন লাল সবুজের পতাকা।
মুজিব আমাদের বাঙালি জাতির জনক, শ্রেষ্ঠ বাঙালি তিনি
গণ-মানুষের শ্রদ্ধা প্রেম সিক্ত জীবন্ত ইতিহাস, নয়নের মণি।
মুজিব আছে, মুজিব থাকবে
মানুষের হৃদয়ে, ঘরে ঘরে বাংলার
জাতির জনক ব্যক্তি সম্পদ নয় কারো
দলমত নির্বিশেষে মুজিব সবার।