খুশির ঈদ
নাসরিন জাহান মাধুরী
এমন ঈদ কি চেয়েছিলাম!
গেলো ঈদেও প্রার্থনা ছিলো
যে এমনটি আর দেখতে না হয়
চাঁদের পালকি চড়ে ঈদ দরোজায়
আমাদের দরোজা খুলতে ভয়
নেই হইচই ঈদ আনন্দ
ঘরে ঘরে ঈদ আছে নেই উদযাপন
আছে প্রিয়জন হারানোর শোক
তবুও ঈদ বেদনার রঙে রাঙানো
তবুও ঈদ খুব কৃচ্ছতায়
মুখোশের আড়ালে চেনামুখ অচেনায়
তবুও জীবন কেটে যায় জীবনের ধারা যেমন
তবুও আশা বাঁধি
একদিন উদার আকাশের নীচে ঈদ জামাত
ঈদের কোলাকুলিতে থাকবে না ধর্মের প্রাচীর
তুমুল আয়োজনে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টানে চলবে ঈদ উৎসব
প্রাণে প্রাণে হবে মেলবন্ধন
সবাই একসাথে গাইবে
চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে
এলোরে খুশির ঈদ
ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক
ঈদ…