ক্ষুদে কবি–রুহান এর লেখা কবিতা “মেঘের উপর শুয়ে” জুন ১৩, ২০২১460ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL রুহান এর লিখা কবিতা “মেঘের উপর শুয়ে” মেঘের উপর শুয়েরুহানঘুমের ঘোরে স্বপ্নে দেখিমেঘের উপর শুয়ে,আকাশ পটে ঈদের চাঁদমেঘ ভারে যায় নুয়ে।দুটি তারা মিলেমিশেজ্যোৎস্নার আলোয় করে গানসেই সুরেতে জোনাক পোকারখুশিতে যায় ভরে প্রাণ।