বৃষ্টির দিনের স্মৃতি
শারমিন আ-ছেমা সিদ্দিকী
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
আমি থাকি ঘরে,
প্রিয় তোমার জন্য মনটা আমার
বার বার যায় মরে।
মনে আছে তোমার সেই যে কবে
বৃষ্টি স্নান করেছি প্রাতে,
কখনো গিয়েছি ভেলা ভাসিয়ে
তুমি আমি নদীর স্রোতে।
কদম ফুল ছিড়ে এনে
পড়াতে আমার খোপায়,
তুমি হীন আমি যেন
শুধুই ধোঁয়া কুয়াশায়।
একবার এসে প্রিয় আমার
কাছে এসে বসো,
হাত দুটি ধরে কাধে মাথা রেখে
একটু মুচকি হাসো।