মিলেমিশে চলি
মিনহাজ উদ্দীন শরীফ
“”””””””””””””””””””””””””””””””
কালনী নদীর পূর্ব দিকে
আমার বসতবাড়ি,
সকাল হলে নদীর বুকে
নৌকা সারি সারি।
আঁকা বাঁকা মেঠো পথে
চলে গরুর গাড়ি,
শ্রমজীবী সন্ধ্যা হলে
ফিরে আসে বাড়ি।
রাতের বেলা ঝিঁঝিঁ পোকা
মনের সুখে ডাকে,
গভীর রাতে শিয়াল মামা
শব্দ করে হাঁকে।
আমার গাঁয়ের ঘরে ঘরে
সন্ধ্যা বাতি জ্বলে,
দাদু দিদি ঘরে বসে
ভূতের কথা বলে।
আমার গাঁয়ের আঁকা ছবি
ছন্দে ছন্দে বলি,
ঝগড়া বিবাদ ভুলে সবাই
মিলেমিশে চলি।