“কাউকে ভালবাসো তুমি”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~
তুমি আমার শক্তি হয়ে
সঙ্গে থেকো,
যন্ত্রণার কাঁটা করে তোমার
হৃদয়ে রেখো।
আমি চাই তুমি সত্যি করে
কাউকে ভালবাসো,
ভালবেসে পাগল হয়ে তুমি
সুখের ভেলায় ভাসো।
আমি চাই তুমি একবার বোঝ
প্রিয়জন হারিয়ে
কেন কেউ হয় পাগলপারা,
তোমার ধ্যানজ্ঞান যাকে নিয়ে
তোমার দিবানিশি
যাকে ঘিরে কাটাও সারাবেলা।
ভালবাসা কি গো বন্ধু
শুধু-ই খেলা
এতো সারাজীবনের বাঁচা মরা।।
বুঝবে তখন জীবনটা কি যখন
লাগবে তোমার
সব সুখ, আনন্দ,খুশিতে খরা।।