উৎসর্গে-
প্রিয় নীলঞ্জনা’র ৫১ তম শুভ জন্মদিন উপলক্ষে”
মোঃমোক্তার হোসেন।
শুভেচ্ছা জানাই অন্তর থেকে,
শুভ জন্মদিনে।
সর্ব ক্ষণে সুখে থেকো,
দুঃখ ব্যথা বিনে।।
শুভেচ্ছা জানাই প্রভাতের ন্যায়,
শুভ জন্মদিনে।
বসন্তের ন্যায় সুবাস বিলাও,
স্মরণ করবো ঋণে।
শুভেচ্ছা জানাই দিবসের ন্যায়,
শুভ জন্মদিনে।
বর্বরতার বিনাশ করো,
সূর্যকরের বীণে।।
শুভেচ্ছা জানাই অহর্নিশি
শুভ জন্মদিনে।
অতীতের যতো দুঃখ ব্যথা
ঘুচুক আগামী দিনে।।
শুভেচ্ছা জানাই অবিরত
শুভ জন্মদিনে।
শতকোটি গোলাপ সুবাস
ভরে থাক মন বাতায়নে।।
শুভেচ্ছা জানাই হৃদয় হতে
শুভ জন্মদিনে।
আগামী দিনগুলো হোক অনন্ত
খুশী ও আনন্দের অবগাহনে।।
শুভেচ্ছা জানাই রিক্ত মনে
শুভ জন্মদিনে।
উজাড়িত যতো শুভকামনা
দোয়া বিতরণে।।