‘এক চিলতে আকাশ’
সাবিনা আনোয়ার
নিঃস্তব্দ রাতের মেঘলা আকাশে
একটু আলোর ফাকে তারাদের
লুকোচুরি খেলায় বিভোর আমি।
তৃষিত ভাবনাগুলো রাতের অভিসারে লুটোপুটি খায়।
সম্ভাবনার স্বপ্নে আজন্ম সঞ্চারিত ভালোবাসায়
অনন্ত যৌবনা হয়ে ইদানিং বড্ড বাঁচতে ইচ্ছে হয়.।
যদি ও এক চিলতে বিমর্ষ আকাশ আমার।