বুকে রেখেছি প্রেমের আলাপন
আনজানা ডালিয়া
কোলাহলের এই সন্ধেতে
নীরব প্রজাপ্রতি পাখনা
মেলেছে
রঙ ঢেলেছে সন্ধিপনে ।
গভীর কালো আঁখিযুগল
দুষ্টু হাসিতে বলে দিলো
বুকে রেখেছি প্রেমের আলাপন
আবেশে উড়ে বেড়াও তাঁকে ভেবে।
চোখের কোণের কালো
তিলটা জেগে আছে
ভালোলাগা আগলে
হাসিটা বারবার দ্বার খুলে
আসছে মনের উঠোনে।