আবির
অর্ণব আশিক
আঁধারের কাঁধে ছপছপ সন্ধ্যা
ঝিঁঝিঁ ডাকে সেই সাথে
চাঁদ নেই, জোছনা মাখা আমি
আমার হাত আছে তোমার হাতে।
ভাদ্রের মেঘ আকাশে শুয়ে
সীমাহীন প্রেমে ভেসে আছে
ফুটফুট জোনাক মিটমিট জ্বলে
তুমি আছো কাছে।
ঝুঁটি ডানা মেলে ডাকে রাত
নিবিড়তার নখ বিঁধায় হৃদয়ে
শরীরের গায়ে শরীরের ছায়া
তুমি আছো কাছে।