“কুঞ্চিত বলিরেখা “
—নঈমুদ্দিন সেখ
মিথ্যে মায়াজালে ঘিরে বাসযোগ্য ভূমি-
আলেয়ার ছলাকলা শুধু বধ্য-ভূমি।
মরিচীকা মরুদ্যান বেসামাল মন-
সুদূর মিলেছে কাছে অপর আপন।
কতোটা পথ হাঁটলে মরিচীকা হটে –!!
কতো আলোয় ঘুরলে আলেয়ারা টোটে।
অহিংস বড়ো ধর্ম বাপুজির কথা-
বর্তমানে দেখে কর্ম মনে পাই ব্যাথা।
সময় ভেঙ্গে খান খান অসময় মাঝে-
ভেঙ্গে যায় মন-প্রাণ আলেয়ার সাজে।
কপালের বলিরেখা কুঞ্চিত তরঙ্গ-
দেখে শুনে বেঁচে থাকা রনে দিই ভঙ্গ।
মরিচীকা আলেয়ার পরম্পরা খেলা-
এসময়ে; বন্ধ হোক সহিংসার মেলা।