কিশলয়_কিশোরী
———————–
ডাঃশামস_রহমান
গোলাপের পানে ভ্রমরের আলাপন মুহুমুহু
সে আবর্তে
কিশোরীর ভুবনে প্রেমী বাজায় বাঁশরী মন
হারাল পীরিতের চক্রে,
ছুটির ঘন্টা বাজেনি এখনো মনটা উসখুস
প্রেমানলে
লেকের ধারে কৃষ্ণ রাধা রাধা বলে নামতা
সে পড়ে মোবাইলে,
যত কল দিল রাধা মিসকলে বাঁধা আছে
যে যাতাকলে
প্রেমের আগুন কচিবয়সের ফাগুন ফুল
ফোটে ভ্রমরের হুলে;
শরতের ছোঁয়া মনে দেয় দোলা মেশে পরতে
পরতে তার রেণু
ছুটির ঘন্টা বেজে গেল তবু রাধার ঝঞ্ঝাট
ফুরালো না যেন,
রোমকূপ জপে যার নাম, এল সে প্রিয়তমা
মধুকুঞ্জে
প্রিয়া শৃঙ্গারের পাদপীঠ সে লেক যত সাক্ষী
বয়োজ্যেষ্ঠ জনে,
বিদ্যার পাঠ সমাপন তার রাধা এলো সে
প্রেমের ঘাটে
উচ্ছল প্রেমে মধুবন মুখরে বলে সমস্বরে
হেপি বার্থডে;
রাধা যেন আজ পঞ্চদশী হল স্বপ্নে দেখে
সে কৃষ্ণের বাঁশী
অল্প বয়সের প্রেমে পাগলামি আছে সেকি
বোঝে তার বদমাশি,
রাধা নামে জপে মালা যত মধু পান করে
মৌমাছি
রাধার ফেসবুক ভাইবার পড়ে রয় অলস
কৃষ্ণ খুঁজে অন্য সাকি,
নব শাঁখে পুষ্প পল্লব শষ্প করে আহবান
মধুমাসে
কালের সে যাত্রা কি নিদারুন পথ পিচ্ছিল
সোমরসে!