সানাই
মালিপাখি
আকাশ যেন ভীষণ খুশি ! হাজার তারার পোষাক পরে,
আমরা যারা ছোটই আছি , দেয় ঢেলে চুম আদর করে !
ফুল ফোটা ধুম সপন বরণ ! বাজায় তুলি আপন মনে !
বিভোর নেশায় পারুল পাতা, পাঠায় খবর জারুল বনে !
বনদারু মন ঢেউ তোলে রোজ ! চারুখানের অলীক তুলি !
কেবল বলে আয়না বুকে, নাচনা সুখে হরিণ গুলি !
হরিণ নাচে ! হরিণ নাচে ! কাঁচ পোকারা বেড়ায় উড়ে —- !
ও বাবলা বন ! ও বাবলা বন ! কি খুশি আজ হৃদয় জুড়ে !
হরিণ নাচে ! হরিণ নাচে !ও মা ! ও বাঘ ! ওরাই পাখি !
ওড়াই ওদের নীল আকাশে — সবুজ ঘাসের সোহাগ মাখি !
হাত বাড়িয়ে দেয় এঁকে পথ হাসেম খানের ছবির সারি !
কেউ যেন এক বাউল ভূবন !কেউ যেন এক খুশির জারি !
কেউ যেন ঘাটশিলার নুপুর ! পাথর কুচি, হীরের পাতা ;
এমনি করেই যায় ভরে রোজ, পাগল কবির লেখার খাতা !
হারিয়ে যাবার মন যেন গান ! উদাস পুরের আবীর ঢেলে — !
বেজেই চলে আলোর সানাই ভালোবাসার মোহর জেলে !