সমান্তরাল
মুনমুন দেব
তোমায় এক অণু শব্দ দিতে ঘুরে আসি
সিরিয়া প্যালেস্টাইন প্যারিস শহর
মেসোপটেমিয়া থেকে মহেঞ্জোদারো পেরিয়ে
শমী বৃক্ষের নীচে শুয়েছিলাম ক্লান্ত দুজন।
কালের পাতা গুনে দলাপাকানো সবুজ লাল পথ
পেরিয়েছি অজস্র শিরা উপশিরায়,
যাযাবর বেসাতি আজও অব্যক্ত কাহিনী
হল না এক অনু ভাষা রোপন!
রাতের দেয়াল জুড়ে বসত তোমায়
ছুঁতে পারেনি একটিবার, চিলেকোঠায়
জিভের আড়ালে গতি হারায় বারবার
প্রতীক্ষমান একখানি আধা নির্মিত সেতু
সমান্তরাল তবু হেঁটে যাই চলো
নিরন্তর আমরা দুজন।