~ অপার মিথ্যে
অঙ্কিতা পোদ্দার
খড়কুটোর বয়ে যাওয়া দেখেছো?
মুঠোবন্দী নীল অভিমান
নিজের গলি চিনে
বাড়ি ফেরে ;
জামার আলগা বোতাম
ছুঁয়ে বুঝি,
হিমশৈল বুকেও
কতো উষ্ণতা রেখেছো।
বাকি দিন
দিনের মতোই যাক,
অসুখ বুঝে
শুধু সমব্যথা থাক।
ঘরকোণের জানলায়
নিকষ রক্ত
যেন ,
বহু সুখ এসেও ফিরে গেছে।
ঠিক যেমন
অপার মিথ্যে
আমার কাছে হেরে গেছে।