খোলা জানালা
************
মন্দিরা লস্কর
(১)
উত্তরের বাতাস আসে পরিযায়ী গন্ধে।
ফু দিয়ে উড়াতে চায় পালকের মত।
নড়ে না কিছুই, এতোটা জমাট সব।
পাথর ভেবে ছুঁড়ে দিতেই দেখি
শিরায় শিরায় অজস্র ফাটল।
(২)
বিভাজন চাইনা,
তাও ভাঙতে হয়, বৃক্ষ জীবন।
কোষে কোষে বাঁচার মন্ত্র।
ঝড় থামলে কলম হয়,
টুকরো টুকরো নতুন জীবন।
(৩)
ধূলো উড়লে ঝাপসা হয় সব
খোলা চোখে অজানা অসুখ।
ধূলো ঝেরে উঠে আসে প্রিয় মুখ
মাঝে বিরাট শুন্যতা,
দূরত্ব দেখায় ময়লা তর্জনী।
(৪)
নিঃসঙ্গতার জানালায় দাঁড়ায় না বাতাস
বেহিসেবী আনাগোনা। ভূত, ভবিষ্যৎ।
ঘর থেকে বাইরে, বাইরের থেকে ঘরে
হিসেবে হাঁটে সময়।
*************