প্রাণ ভোমরা ।
সঞ্চিতা বাগচী ।
*********************
তব ছবিটি জেনো রহিবে মম
হৃদয় মাঝে প্রাণ ভোমরা সম,
বুঝিনি নিজেরে হারাইনু কবে
তব পরশে প্রেমের অনুভবে ।।
ভুলিনু যেন সকল ব্যথা মোর
ফুল মালায় বাঁধিলো প্রেমডোর,
জাগিলো বুঝি মরমে নব আশা
সে আশার নাহি বুঝি কোন ভাষা।।
পলাশ,শিমুল কহে হাসি মোরে–
আজি ফাগুন এসেছে তব দ্বারে ।
রেখোনা গো মনের দ্বার টি বন্ধ,
ভুলিয়া যাও সকল দ্বিধা দ্বন্দ্ব
সুগন্ধিত মালিকাটি দিও গলে
যে সুবাসে প্রিয়র. মনটি ভোলে ।
সমীরণ অঙ্গনে পুষ্প ছড়াবে
কোকিল গাহিবে কূহু কূহু রবে।।
মধুকর আসিবে গো বারে বার,
সেই হবে তব মধু অভিসার ।
হাসিয়া আমিকহি যে তাহাদের,
তব মধুভাষ বড় আদরের ।।
তবু তা শুনিতে লাগে বড় লাজ
কিছু কি রহিবেনা আড়াল আজ?
ওগো প্রকৃতি নহিকো আমি কবি,
(শুধু) প্রিয়র প্রেম মরমে অনুভবি ।।